বাইডেনের শপথ অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং সীমিত থাকবে ওয়াশিংটনে

বাইডেনের শপথ অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং সীমিত থাকবে ওয়াশিংটনে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সতর্কতার অংশ হিসেবে ওয়াশিংটনে লাইভ স্ট্রিমিং নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ক্যাপিটল হিলে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে এমন সতর্কতা অবলম্বন করেছে ফেসবুক, ইউটিউবসহ বেশ কিছু যোগাযোগ মাধ্যম।

ফেসবুক শপথ অনুষ্ঠানের সময়ে হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিল এলাকা থেকে কোন ইভেন্ট চালু করা এবং লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ দিবেনা বলে এক বিবৃতিতে জানিয়েছে।

ইউটিউব জানিয়েছে তারা ইতিমধ্যে ক্যাপিটল হিলে কেন্দ্রিক যেসব কন্টেন্টে সহিংসতার উপাদান রয়েছে তা সরিয়ে নিয়েছে।

জনপ্রিয় স্ট্রিমিং এন্ড ডি লাইভ জানিয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।