মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ

মিয়ানমারের প্রেসিডেন্টের পদত্যাগ


ঢাকা, ২১ মার্চ (জাস্ট নিউজ) : মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করছেন। দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় পদত্যাগ করলেন তিনি। আজ বুধবার রাষ্ট্রপতির কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ পদত্যাগের কথা জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, থিন কিউ বিশ্রাম নিতে চাচ্ছেন বলেই পদত্যাগ করেছেন।

এতে আরো বলা হয়, ভাইস প্রেসিডেন্ট মিন্ত সিউ এখন অন্তর্বতীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ‘সাত কার্যদিবসের মধ্যে’ একজন নতুন নেতা নির্বাচন করা হবে বলেও জানানো হয়।

দীর্ঘ সামরিক শাসনের পর মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে এনএলডি এই বিজয় পায়। ২০১৬ সালের মার্চ মাসে থিন কিউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান।

উল্লেখ্য, থিন কিউ দেশটির নেত্রী অং সান সুচি'র ডান হাত হিসেবে পরিচিত। সূত্র: বিবিসি

(জাস্ট নিউজ/ডেস্ক/ একে/১২১০ঘ.)