ম্যাকমাস্টারকে সরিয়ে বোল্টনকে নিরাপত্তা উপদেষ্টা বানালেন ট্রাম্প

ম্যাকমাস্টারকে সরিয়ে বোল্টনকে নিরাপত্তা উপদেষ্টা বানালেন ট্রাম্প

ঢাকা, ২৩ মার্চ (জাস্ট নিউজ) : ১৪ মাস দায়িত্ব পালনের সময় তৃতীয়বারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পরিবর্তন আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ আর ম্যাক মাস্টারকে সরিয়ে নতুন দায়িত্ব দিয়েছেন বুশ জামানার বিশ্বস্ত প্রতিরক্ষা কর্মী জন বোল্টনকে। আগামী চার এপ্রিল নতুন দায়িত্ব নেবেন বোল্টন। এই টুইট বার্তায় দায়িত্ব পালনে সহযোগিতা করায় ম্যাকমাস্টারকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

৯ বছর বয়সী বোল্টন সাবেক তিন প্রেসিডেন্টের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। রোনল্ড রিগ্যান, সিনিয়র বুশ ও জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেছেন তিনি। তার সময়ে জাতিসংঘে মার্কিন দূত ছিলেন বোল্টন। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার তথ্য সামনে এনেছিলেন তিনি। পরে ভুল প্রমাণিত হওয়া এই তথ্যের কারণে ১৫ বছর ধরে চলছে ইরাক যুদ্ধ। উত্থান ঘটেছে জঙ্গি গোষ্ঠী আইএস-এর। ইরান আর উত্তর কোরিয়াতেও হামলা চালানোর আহ্বান জানিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিজের প্রশাসনে বেশ কয়েকটি বড় রদবদল এনেছেন ট্রাম্প। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোহন, পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন, ব্যক্তিগত আইনজীবী জন ডোউড, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টারকে পরিবর্তনের খাতায় পাঠিয়ে দিয়েছেন তিনি।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, যারাই তার কাজে একমত পোষণ করবেন তাদেরই চারপাশে রাখতে চান ট্রাম্প। তার মতামতের ওপর সতর্কতা দেখানো মানুষদের সরিয়ে দিচ্ছেন বলেও দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

ইরাক যুদ্ধ বড় ভুল বলে আসা ট্রাম্প এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন যিনি ইরাক আগ্রাসনে বড় ভূমিকা রেখেছিলেন। বুশ প্রশাসনকে সেখানে হামলা চালাতে উদ্বুদ্ধ করেছিলেন তিনি।

ট্রাম্প প্রশাসনে এক মাসেরও কম সময় দায়িত্ব পালনের পর মাইকেল ফ্লিনকে সরিয়ে এক বছর আগে ম্যাকমাস্টারকে নিরাপত্তা উপদেষ্টার পদে বসান ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাকমাস্টার বলেছেন, দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ। জানিয়েছেন- আসন্ন গ্রীষ্মেই মার্কিন সেনাবাহিনী থেকে অবসর চাইবেন তিনি।

(জাস্ট নিউজ/এমআই/১১০৮ঘ.)