কোভ্যাক্সিনই নিষ্ক্রিয় করতে পারে করোনার ভারতীয় ধরনকে

কোভ্যাক্সিনই নিষ্ক্রিয় করতে পারে করোনার ভারতীয় ধরনকে

করোনার ভারতীয় ধরনটিকে নিষ্ক্রিয় করতে পারে সে দেশেরই উৎপাদিত টিকা কোভ্যাক্সিন।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি মঙ্গলবার বলেছেন, এ বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

পিটিআইয়ের খবরে বলা হয়, ভারতে পাওয়া করোনার ধরনটির নাম বি.১.৬১৭।

অ্যান্থনি ফাউসি বলেন, এ বিষয়ে অধিকতর তথ্য-উপাত্ত আমরা সংগ্রহ করে চলেছি। তবে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, বি.১.৬১৭-কে নিষ্ক্রিয় করতে পারে কোভ্যাক্সিন।

‘যারা এই টিকা নিয়েছেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্যই আমলে নেওয়া হয়েছে। সুতরাং ভারতে যে কঠিন পরিস্থিতি দেখা যাচ্ছে, তা মোকাবিলায় টিকা দেওয়া একটি ভালো সমাধান হতে পারে।’

দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভি জানিয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে মিলে কোভ্যাক্সিন টিকা তৈরি করেছে ভারত বায়োটেক।

গত ৩ জানুয়ারি ভারতে জরুরি ব্যবহারের ক্ষেত্রে এই টিকা অনুমোদন দেওয়া হয়। আইসিএমআর বলছে, এই টিকার কার্যকারিতা ৭৮ শতাংশ।

এমজে/