ভেনিজুয়েলায় হাজতে অগ্নিকাণ্ড, নিহত ৬৮

ভেনিজুয়েলায় হাজতে অগ্নিকাণ্ড, নিহত ৬৮

ঢাকা, ২৯ মার্চ (জাস্ট নিউজ) : ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের একটি পুলিশ স্টেশনে দাঙ্গা এবং অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার শহরের কারাবোবো রাজ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, একজন হাজতি তার তোশকে আগুন লাগিয়ে দেওয়ার পরই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব বলেন, অবিলম্বে এ ঘটনার তদন্ত শুরু হবে।

এদিকে এ ঘটনার পরপরই হাজতিদের স্বজনরা সেখানে জড়ো হতে থাকে। এক পর্যায়ে তারা হাজতখানা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। ওই সময় তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

জেসাস সানতাডার নামের এক রাজ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

হাজতিদের স্বজনরা জানিয়েছে, বন্দিদের অনেকে ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছে।

(জাস্ট নিউজ/এমআই/১০২৫ঘ.)