ট্রাম্পের ‘অসুস্থতা’ নিয়ে গুঞ্জন, হোয়াইট হাউসের ‘না’

ট্রাম্পের ‘অসুস্থতা’ নিয়ে গুঞ্জন, হোয়াইট হাউসের ‘না’

হোয়াইট হাউস থেকে বিশেষ সংবাদদাতা, ৮ ডিসেম্বর (জাস্ট নিউজ): ঐতিহাসিক নগরী জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থাপনের ঘোষণা প্রদান করে দেওয়া বক্তব্যের সময় উচ্চারণে অস্পষ্টতা দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সুস্থতা নিয়ে চাওর হয়েছি দেশটির কোনো কোনো গণমাধ্যম। প্রেসিডেন্টের শারীরিক অসুস্থতার বিষয়টি তাই আলোচনায় আসে হোয়াইট হাউসের বৃস্পতিবারের ব্রিফ্রিংয়ে।

ট্রাম্পের অসুস্থতার বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হুকাবে সেনডারস জানান, আগামী বছরের (২০১৮) শুরুর দিকেই ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে যাচ্ছেন ট্রাম্প। প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হলে তার রিপোর্ট সবাইকে জানানো হবে।

বুধবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক নগরী জেরুসালেমে দূতাবাস স্থাপনের ঘোষণাকালে বক্তব্যের শেষদিকে ট্রাম্পের উচ্চারণে অসংলগ্নতা ধরা পড়ে। ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ উচ্চারণের সময় খুব অসংলগ্ন স্বরে উচ্চারণ করেন ‘স্টেটস’।

সিএনএন এর চীফ মেডিকেল করসপন্ডেন্ট ও নিউরোসার্জন ডা. সঞ্জয় গুপ্ত বলেন, ‘তার (ট্রাম্প) বক্তব্যে স্পষ্টতই কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছে।’ ‘আমরা এটাকে অসংলগ্নতা বা উচ্চারণ বের করতে কিছুটা কষ্ট হওয়াও বলতে পারি।’

প্রশ্নটিকে উদ্ভট আখ্যা দিয়ে হোয়াইট হাউস প্রেস সেক্রটারি বলেন, হয়তো প্রেসিডেন্টের কণ্ঠ তখন শুকনো ছিলো। এর বেশি কিছু না।

তিনি বলেন, আগামী বছরের শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হবেন ট্রাম্প, যেমনটা অন্যান্য প্রেসিডেন্টেরাও করে থাকেন।

২০১৮ সালের জুন মাসে ৭২ বছরে পা দিচ্ছেন আলোচিত প্রেসিডেন্ট ট্রাম্প। এখনো পর্যন্ত তার স্বাস্থ্যে বড় ধরনের কোন সমস্যা দেখা যায়নি।

(জাস্ট নিউজ/প্রতিনিধি/জিএস/ওটি/২০২০ঘ.)