উত্তাল কাশ্মীর, নিহত ১৯

উত্তাল কাশ্মীর, নিহত ১৯

ঢাকা, ২ এপ্রিল (জাস্ট নিউজ) : ভারতশাসিত কাশ্মীরের বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে ভারতবিরোধী বিক্ষোভে ১৯ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছে অসংখ্য মানুষ। নিহতদের মধ্যে ১৩ জন বিচ্ছিন্নতাবাদী ও ছয়জন সেনা সদস্য বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে।

গণমাধ্যমে বলা হয়, গত শনিবার গভীর রাতে দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ভারতবিরোদীদের সঙ্গে যোগ দেয় স্থানীয়রা।

পরে, নিরাপত্তা বাহিনীর অভিযানে স্থানীয় এক বিদ্রোহী নেতা নিহত হলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। রবিবার ওই নেতার জানাজায় হাজারো মানুষ জমায়েত হয়ে ভারতবিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। জবাবে, পুলিশের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সন্দেহভাজন সন্ত্রাসীদের ধরতে কয়েকটি গ্রামে একযোগে অভিযান চালানো হয়েছিলো।

(জাস্ট নিউজ/এমআই/০৯৩৪ঘ.)