নিরাপত্তা পরিষদকে মিয়ানমার সফরের সম্মতি

নিরাপত্তা পরিষদকে মিয়ানমার সফরের সম্মতি

ঢাকা, ৩ এপ্রিল (জাস্ট নিউজ) : কয়েক মাসের বাধার পর অবশেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সফরে দিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। তবে রাষ্ট্রদূতরা রাখাইন রাজ্যে যেতে পারবেন কিনা, তাদেরকে সেই অনুমতি দেয়া হবে কিনা তা নিশ্চিত নয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-চাউড্রা সোমবার এ কথা বলেছেন।

এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমার সফরে যাওয়ার প্রস্তাব করে ফেব্রুয়ারিতে। তখন জবাবে সরকার বলেছিল, সফরের এটা উত্তম সময় নয়। তবে এখন তারা সবুজ সংকেত দিয়েছে।

পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-চুয়াড্রা বলেছেন, এ সফর সম্পর্কে প্রাথমিক কাজকর্ম চূড়ান্ত করতে হবে। তার মধ্যে অন্যতম শর্ত হলো মিয়ানমার সরকার নিরাপত্তা পরিষদকে কি রাখাইন রাজ্য সফরের অনুমতি দেবে কিনা। মেজা চুয়াড্রা বলেন, অবশ্যই আমরা রাখাইন যেতে আগ্রহী। সেখানকার বাস্তব পরিস্থিতি দেখার চেয়ে ভাল কিছু হতে পারে না।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সফরকে আয়োজন করছে বৃটেন, কুয়েত ও পেরু। তারা কক্সবাজারে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরও পরিদর্শন করবে। তবে এখনও সফরের নির্ধারিত সময়সীমা ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা শুরুর পর কমপক্ষে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নেয় বাংলাদেশে।

(জাস্ট নিউজ/এমআই/১১৪৫ঘ.)