দেশে ফিরলেন তালেবানের রাজনৈতিক প্রধান আবদুল গনি বারদার

দেশে ফিরলেন তালেবানের রাজনৈতিক প্রধান আবদুল গনি বারদার

২০ বছর পর দেশে ফিরেছেন আফগানিস্তানের তালেবানের রাজনৈতিক প্রধান মোল্লা আবদুল গনি বারদার। মঙ্গলবার দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তিনি আফগানিস্তানের কান্দাহার অঞ্চলে পৌঁছান। খবর বিবিসির।

সিএনএন জানিয়েছে, ‘মোল্লাহ বারাদার বেশ কয়েকজন উচ্চপদস্থ তালেবান নেতাদের সঙ্গে নিয়ে কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের উদ্দেশে রওনা দেন।

খবরে বলা হয়, আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানের মুখে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানের উপ-প্রধান মোল্লাহ বারাদার বিগত ২০ বছরে আফগানিস্তানে পা রাখেননি।

এমজে/