আফগানিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় গুলি, নিহত ২

আফগানিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় গুলি, নিহত ২

আফগানিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় তালেবানের গুলিতে অন্তত দুজন নিহত হয়েছে। আসাদাবাদ নগরীতে এই ঘটনা ঘটে।

এদিকে জালালাবাদে আফগান জাতীয় পতাকা দোলানো লোকদের লক্ষ্য করে তালেবান যোদ্ধারা গুলি করেছে। এতে অন্তত দুজন আহত হয়েছে।

আসাদাবাদের সহিংসতায় আরো অন্তত আটজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ একজন তালেবানের এক যোদ্ধাকে ছুরিকাঘাত করলে তারা গুলি ছোড়ে।

জালালাবাদে আফগান পতাকা দোলানো লোকদের ওপর তালেবান যোদ্ধারা গুলিবর্ষণ করে। এতে এক লোক ও এক কিশোর আহত হয়। তাদেরকে রিকশা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খোশতে তালেবান যোদ্ধারা বিক্ষোভ ঠেকাতে কারফিউ জারি করে। লোকজন রাস্তায় নেমে জাতীয় পতাকা রক্ষার দাবিতে বিক্ষোভ করার চেষ্টা করছিল।

বলা হচ্ছে, কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তালেবান দেশটির জাতীয় পতাকা পরিবর্তন করে তাতে কালিমা অন্তর্ভুক্ত করতে চায়।

অবশ্য আফগানিস্তানে জাতীয় পতাকা পরিবর্তন নতুন কিছু নয়। বেশ কয়েকবার তাদের পতাকায় পরিবর্তন আনা হয়েছে। সূত্র : আল জাজিরা