কাবুল ছাড়লো শেষ মার্কিন ফ্লাইট, তালেবানের বিজয় উল্লাস

কাবুল ছাড়লো শেষ মার্কিন ফ্লাইট, তালেবানের বিজয় উল্লাস

আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ বিমান। সোমবার (৩০ আগস্ট) ফ্লাইটটি কাবুল ছেড়ে যায়। আর এর মাধ্যমেই দেশটিতে যুদ্ধের পরিসমাপ্তি ঘটলো।

মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেন, কাবুল থেকে ৬ হাজার মার্কিন নাগরিকসহ ৭৯ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

এক ব্রিফিংয়ে কেনেথ ম্যাকেঞ্জি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে ঘোষণা করতে আমি এখানে উপস্থিত হয়েছি। আজ রাতের এ প্রত্যাহার শুধু সেনা প্রত্যাহারই নয়, বরং এটি প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধেরও সমাপ্তি, যে যুদ্ধ আফগানিস্তানে ২০০১ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়েছিল।

এরপরই রাতভর ফাকা গুলি ছুড়ে উল্লাস শুরু করে তালেবান। গোটা দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, গত এপ্রিলেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য পুরোপুরি প্রত্যাহারে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী সৈন্য প্রত্যাহার শেষ করল মার্কিনিরা। তবে ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ মার্কিন সেনাবাহিনীর হাতেই ছিলো।

এমজে/