জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৯, আহত ৫০

জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৯, আহত ৫০

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনটি পাটনা থেকে গুয়াহাটি যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে যায় একটি উদ্ধারকারী দল। দুর্ঘটনায় ট্রেনটির ৪-৫টি বগি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় ঘণ্টায় ট্রেনটির গতিবেগ ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ট্রেনে থাকা অনেক যাত্রী বগির মধ্যে আটকা পড়েছে। গ্যাস দিয়ে বগি কেটে তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার ওপর বিশেষ নজর রাখছেন দেশটির রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে। আমরা সর্বশক্তি নিয়োগ করে উদ্ধার অভিযান চালাচ্ছি।

ইতোমধ্যে ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছ তাদের ৫ লাখ, গুরুত্বর আহতদের ১ লাখ এবং কম আহতদের ২৫ হাজার রুপি করে সহযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতা চেয়েছেন। সূত্র: এনডিটিভি