বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

ঢাকা, ১৩ এপ্রিল (জাস্ট নিউজ) : চৈত্র সংক্রান্তি আজ। ১৪২৪ বাংলা সনের সর্বশেষ মাস চৈত্রের শেষ দিন। কাল বাংলা নববর্ষ ১৪২৫। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ-ভারতসহ বিশ্বব্যাপী সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্র সেক্রেটারি জন জে সুলিভান এক বিবৃতিতে নববর্ষের এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে সব বাঙালির আনন্দময় নববর্ষ কামনা করছি। আমরা এই গুরুত্বপূর্ণ দিন উদযাপনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

এ সময় যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সংস্কৃতিতে অবদানের জন্য ধন্যবাদ জানান জন জে সুলিভান। বিবৃতিতে বাঙালিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলা হয়- ‘শুভ নববর্ষ’।

আগামীকাল শনিবার বাংলা নতুন বছর ১৪১৫ শুরু হবে। দিনটি বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি পালন করবে বাঙালিরা।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২০২৩ঘ.)