বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ৫০

বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলায় নিহত ৫০

ঢাকা, ২৩ এপ্রিল (জাস্ট নিউজ) : ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে বিয়ে বাড়িতে সৌদি বিমান হামলার ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।

দেশটির আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রবিবার বিয়ের অনুষ্ঠান চলাকালে এ হামলা হয়েছে। হামলার পর আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সেও আঘাত হেনেছে সৌদি জঙ্গিবিমান।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। তবে তিন বছরের বেশি সময় ধরে হামলা চালিয়েও ইয়েমেনিদের মনোবল নষ্ট করতে পারেনি আগ্রাসীরা।

ইয়েমেনিদের পাল্টা হামলায় এ পর্যন্ত সৌদি আরবেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতিদিনই তারা সৌদি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ প্রসঙ্গে বলেছেন, মার্কিন অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েও ইয়েমেনি জনগণকে নতিস্বীকারে বাধ্য করতে পারেনি সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।

(জাস্ট নিউজ/এমআই/১২২৬ঘ.)