ভয়াবহ ভূমিকম্পে গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে

ভয়াবহ ভূমিকম্পে গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা ১৫০০। পাকতিকা প্রদেশের তথ্য বিভাগের প্রধান মোহাম্মদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এই ভূমিকম্পে গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ভূমিকম্পকবলিত পাকতিকার প্রদেশের এক সাংবাদিক বলেন, ‘যে রাস্তায়ই আপনি যাবেন, শুনতে পাবেন কান্নার শব্দ, স্বজনরা তার প্রিয়জনের জন্য আহাজারি করছেন।’

ওই সাংবাদিক বিবিসিকে আরও বলেন, ‘অনেক মানুষ তার স্বজনদের খোঁজখবরও নিতে পারছে না। কারণ ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। আমার ভাই ও তার পরিবারের সদস্যরা মারা গেছেন, কয়েক ঘণ্টা পর আমি জানতে পারলাম। অনেক গ্রাম ধ্বংস হয়ে গেছে।’

পাকতিকা এলাকার এক চিকিৎসক বিবিসিকে বলেন, ‘ভূমিকম্পের আগেও আমাদের তেমন জনবল ছিল না, ভূমিকম্পের পর যা ছিল, সেটিও গেছে। আমি এখনও জানি না, আমার কয়জন কলিগ বেঁচে আছে।’

আফগানিস্তান, পাকিস্তান আর ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে এই ভূকম্পন অনুভূত হয়েছে। জানা গেছে, গায়ানের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়েছে।

এমজে/