এজিয়ান সাগর থেকে ৫৩ অভিবাসীকে উদ্ধার করলো তুর্কি কোস্টগার্ড

এজিয়ান সাগর থেকে ৫৩ অভিবাসীকে উদ্ধার করলো তুর্কি কোস্টগার্ড

তুরস্কের মুগলা প্রদেশের মারমারিস জেলার উপকূল থেকে ৫৩ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। গ্রিক কর্তৃপক্ষ অভিবাসীদের তুরস্কের জলসীমায় পুশব্যাকের পর তাদের উদ্ধার করা হয়। ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে।

তুর্কি কোস্ট গার্ড কমান্ড জানিয়েছে, অভিবাসীদের দুটি ভেলা এবং একটি রাবার বোট থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অভিবাসীদের প্রাদেশিক অভিবাসন অফিসে নেয়া হয়েছে।

মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমগুলো প্রায়ই গ্রিক কর্তৃপক্ষের এই অবৈধ পুশব্যাক এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে রিপোর্ট করে আসছে।

তুরস্ক এবং বৈশ্বিক অধিকার সংগঠনগুলো বারবার গ্রিসের আশ্রয়প্রার্থীদের পুশব্যাক করার অনৈতিক অনুশীলনের নিন্দা করেছে। এবং বলেছে যে, এটি নারী ও শিশু সহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করে মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।