যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন মাইক পম্পেও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন মাইক পম্পেও

ঢাকা, ২৭ এপ্রিল (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের ৭০তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সাবেক গোয়েন্দা সংস্থার প্রধান মাইক পম্পেও। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে এক ভোটাভুটিতে ৫৭ ভোটের মধ্যে ৪২টি ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট হিসাবে নিয়োগ পান তিনি।

পম্পেও তার শপথ গ্রহণের সময় বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হতে পেরে খুব আনন্দিত। যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে কাজ করার অপেক্ষায় আছি।’

এদিকে পম্পেওর নিয়োগে সিনেটের ভোটকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মাসে নিজের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর সাবেক সিআইএ প্রধান পম্পেওকে এই পদের জন্য মনোনীত করেন ট্রাম্প নিজেই। পম্পেও’র নিয়োগ চূড়ান্ত করতে সিনেটে বৃহস্পতিবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং ট্রাম্পের মধ্যে আগামী জুনে একটি সম্মেলন আয়োজনেরও চেষ্টা চালাচ্ছেন পম্পেও।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯৩৪ঘ.)