দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের জন্য আসা ভারতের ত্রাণ হস্তান্তর

দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের জন্য আসা ভারতের ত্রাণ হস্তান্তর

ঢাকা, ৯ মে (জাস্ট নিউজ) : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ভারতের পাঠানো দ্বিতীয় দফার ত্রাণসামগ্রী গ্রহণ করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর জেটিতে মন্ত্রীর কাছে এসব ত্রাণসামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

ভারত সরকার ও ভারতীয় জনগণের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য আসা এবারের ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার রেইনকোট, ৫০ হাজার জোড়া গামবুট, ৪৫ টন শিশুখাদ্য, ১০০ টন গুঁড়োদুধ ও ১০০ টন শুঁটকি।

সূত্র জানায়, ত্রাণসামগ্রী নিয়ে গত ৫ মে ভারতের বিশাখাপত্তম বন্দর থেকে রওনা দিয়ে মালবাহী জাহাজটি মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে পৌঁছে। এর আগে, ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রথম দফায় চাল, চিনি, লবণসহ ৯৮১ মেট্রিক টন ত্রাণ সহায়তা দেয় ভারত।

(জাস্ট নিউজ/এমআই/১২২০ঘ.)