এবার ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে বোমা হামলা

এবার ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দপ্তরে বোমা হামলা

ঢাকা, ১৪ মে (জাস্ট নিউজ) : ইন্দোনেশিয়ায় রবিবার ৩টি গীর্জায় সিরিজ হামলার একদিন পর এবার পুলিশ সদর দপ্তরে বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির দ্বিতীয় বড় শহর সুরাবায়ার পুলিশ সদর দপ্তরে এ বোমা হামলা চালানো হয়।

পুলিশ জানিয়েছে, দুই ব্যক্তি মোটরসাইকেল করে এসে একটি চেকপোস্টে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটনায়। তবে, এ ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানাতে পারেনি।

পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঞ্জারা গণমাধ্যমকে জানান, এটা পরিষ্কার যে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

তিবি বলেন, আমরা এখনো সব কিছু প্রকাশ করতে পারছি না। কারণ, শনাক্তের কাজটি এখনো চলছে। বোমা হামলার ঘটনাটি ভবনের বাইরের একটি চেকপোস্টে ঘটেছে। হতাহতের সংখ্যাটা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গতকাল রবিবার দেশটির বড় শহর সুরাবায়ায় ৩ টি গীর্জায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। সূত্র: রয়টার্স।

(জাস্ট নিউজ/এমআই/১০৩০ঘ.)