তুরস্ক থেকে ফিরল ৫ লাখ ৫৩ হাজার সিরিয় শরণার্থী

তুরস্ক থেকে ফিরল ৫ লাখ ৫৩ হাজার সিরিয় শরণার্থী

তুরস্কে আশ্রয় নেয়া সিরিয় শরণার্থীদের মধ্যে ৫ লাখ ৫৩ হাজার তাদের মাতৃভূমির সন্ত্রাসমুক্ত এলাকায় ফিরে গেছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৬ মে) সন্ধ্যায় এমনটি জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

এনটিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত একটি সাক্ষাত্কারে কাভুসোগলু বলেন, `আমরা যে অঞ্চলগুলো সন্ত্রাসমুক্ত করেছি সেখানে ৫ লাখ ৫৩ হাজার সিরিয় শরণার্থীকে ফেরত পাঠিয়েছি।`

কাভুসোগলু বলেন, উত্তর সিরিয়ায় দুই লাখ ৪০ হাজার বাড়ি নির্মাণ করা হবে, যেখানে ১০ লাখ শরণার্থী বসবাস করতে পারবেন।

তিনি বলেন, `আমরা সিরিয় নাগরিকদের শুধু নিরাপদ স্থানেই পাঠাতে চাই না, বরং (প্রেসিডেন্ট বাশার আল-আসাদ) সরকার নিয়ন্ত্রিত স্থানেও পাঠাতে চাই।’