পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো চীন-ভারত-আফগানিস্তান

পাকিস্তানে ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো চীন-ভারত-আফগানিস্তান

পাকিস্তানে আজ রোববার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ছয়। পাশ্ববর্তী দেশ চীন, ভারত ও আফগানিস্তানেও ভূকম্পন অনুভূত হয়েছে। জিও নিউজ এই খবর জানিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, অটোক ও খাইবার পাখতুনের কয়েকটি অংশে এবং কাশ্মিরে ভূমিকম্প হয়েছে।

এসময় বহুতল ভবনের মানুষ আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে এসেছেন।

এছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ঝিলাম ও চাকওয়ালে ভূকম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই। তবে পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) ভূমিকম্পের মাত্রা ছয় বলে নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল।

ভূমিকম্প ভূপৃষ্ঠের ২২৩ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। ফলে পাশ্ববর্তী দেশ চীন, ভারত ও আফগানিস্তানের ভূকম্পন অনুভূত হয়।

এদিকে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।