আফগানিস্তানে স্টেডিয়ামে সিরিজ বোমা হামলায় নিহত ৮

আফগানিস্তানে স্টেডিয়ামে সিরিজ বোমা হামলায় নিহত ৮

ঢাকা, ১৯ মে (জাস্ট নিউজ) : আফগানিস্তানের জালালাবাদে একটি স্টেডিয়ামে শুক্রবার গভীর রাতে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশত মানুষ।

প্রাদেশিক কাউন্সিলর সোহরাব কাদেরি সাংবাদিকদের জানান, জালালাবাদের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই ফুটবল মাঠে রমজানে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উগ্রবাদীরা এ হামলা করে থাকতে পারে। খবর এনডিটিভির।

তিনি আরো বলেন, হামলাকারীরা প্রথমে রকেট লাঞ্চারের মাধ্যমে পরপর দুটি বোমা ছোড়ে স্টেডিয়ামটিতে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন ওই প্রাদেশিক কাউন্সিলর।

আতাউল্লাহ খোগিয়ানি নামে প্রত্যক্ষদর্শী খেলোয়াড় জানান, পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে স্টেডিয়ামে। এতে ঘটনাস্থলেই আটজন মারা যান এবং ৪৩ জন আহত হন। তবে এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।

(জাস্ট নিউজ/এমআই/০৯৫৩ঘ.)