বসনিয়ায় এরদোগানের ওপর হামলার পরিকল্পনা ফাঁস, তদন্ত শুরু

বসনিয়ায় এরদোগানের ওপর হামলার পরিকল্পনা ফাঁস, তদন্ত শুরু

ঢাকা, ২০ মে (জাস্ট নিউজ) : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ওপর হামলার প্রস্তুতির যৌথ তদন্ত শুরু করেছেন তুর্কি ও বসনিয়া-হার্জেগোভিনার গোয়েন্দারা। বসনিয়ার গোয়েন্দা সূত্রের বরাতে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

রবিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের বসনিয়া ও হার্জেগোভিনার সফরের শুরুতে এ সম্ভাব্য হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যায়।

মেসিডোনিয়ার গোয়েন্দা বাহিনী বসনিয়ায় বসবাসরত তুর্কিদের কাছ থেকে হামলার বিষয়ে তথ্য পেয়ে তুরস্কের গোয়েন্দাদের জানালে এ তদন্ত শুরু হয়েছে।

তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বোজডাগ বলেন, আমাদের একজন শক্তিশালী নেতা আছে, এ কারণেই তারা তাকে হত্যা করতে চাচ্ছে। তিনি বলেন, আমাদের নেতা এরদোগান কোনো হুমকিকে ভয় পায় না। কাজেই তিনি কারও হুমকির মুখে নিজের নীতি পরিবর্তন করবেন না। কাজেই যারা এতটুকু জিনিস বুঝতে পারবেন না, তারা বোকার স্বর্গে বাস করছেন।

১১ বছর তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্ট হন এরদোগান। আগামী জুনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে কসোভোর গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে তুর্কি গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ফেতুল্লাহ গুলানের আন্দোলনের ছয় সদস্যকে গ্রেফতার করেন। ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পেছনে তাদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১২৩৮ঘ.)