ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিন

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ফিলিস্তিন

ঢাকা, ২২ মে (জাস্ট নিউজ) : ফিলিস্তিনি সরকার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরাইলের বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছে।

এতে আইসিসির প্রসিকিউটরকে আহ্বান জানানো হয়েছে দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরাইলি অপরাধের তাৎক্ষণিকভাবে তদন্ত করার জন্য। খবর আল জাজিরা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী রশিদ আল-মালিকি মঙ্গলবার নেদারল্যান্ডের দ্য হেগভিত্তিক স্বাধীন আদালতে প্রসিকিউটর ফাতু বেনসুদাকে দেখা করার জন্য আসেন।

মালিকি প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা দরকার। যারা চলমান, ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৫৫ঘ.)