এরদোগানের ইশতেহার ঘোষণা

এরদোগানের ইশতেহার ঘোষণা

ঢাকা, ২৫ মে (জাস্ট নিউজ) : ‘স্ট্রোং পার্লামেন্ট, স্ট্রং গভর্নমেন্ট, স্ট্রং তুর্কি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছেন তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় এক বর্ণিল অনুষ্ঠানে এরদোগান এ ইশতেহার তুলে ধরেন।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির’ (একে) পক্ষ থেকে নির্বাচন করছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ইশতেহারে তুরস্ককে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

একে পার্টির এ ইশতেহারে ১৪৬টি প্রজেক্টের কথা তুলে ধরে প্রধানত ৬টি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে অর্থনৈতিক অগ্রগতির ওপর। ইশতেহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের চলমান সমস্যা নিরসনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। দুই দেশের মধ্যে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

অর্থনৈতিক ও রাজনৈতিক অগ্রগতির জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সম্পর্ক উন্নত করার কথা বলা হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/০৯৪৮ঘ.)