সিঙ্গাপুরের পথে ট্রাম্প-কিম

সিঙ্গাপুরের পথে ট্রাম্প-কিম

ঢাকা, ১০ জুন (জাস্ট নিউজ) : বহুল আলোচিত সম্মেলনে অংশ নিতে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উন।

রবিবার স্থানীয় সময় রাতে ট্রাম্প ও দুপুরে কিমের পৌঁছানোর কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার স্থানীয় সময় রাত ৮টায় সিঙ্গাপুরের পায়া লেবার বিমান ঘটিতে অবতরণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিমানটি। অন্যদিকে ব্যক্তিগত বিমানে করে আজ দুপুর ২টায় চাঙ্গি বিমানবন্দরে নামবেন কিম। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের সঙ্গে রোববার বৈঠক করবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম। সোমবার প্রধানমন্ত্রী লী সিয়েন লুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন ট্রাম্প।

জি-৭ বৈঠক শেষে সিঙ্গাপুরের উদ্দেশে কানাডা ছাড়ার আগে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, সিঙ্গাপুরের বৈঠকটি শান্তি প্রতিষ্ঠায় কিমের জন্য একমাত্র সুযোগ।

মঙ্গলবারের এই বৈঠককে শান্তির মিশন বলে উল্লেখ করেন তিনি। তবে বৈঠক খারাপ হলে ওয়াক আউট করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ দিকে বিশ্বে শীর্ষ দুইনেতার আগমনে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়া হয়েছে সিঙ্গাপুর সিটি।

(জাস্ট নিউজ/এমআই/১৩২০ঘ.)