দুই শীর্ষ নেতার ওয়ান-টু-ওয়ান মিটিং

শান্তির সূচনার প্রত্যাশা কিমের, সাফল্যে আশাবাদি ট্রাম্প

শান্তির সূচনার প্রত্যাশা কিমের, সাফল্যে আশাবাদি ট্রাম্প

সিঙ্গাপুর, জুন ১২ (জাস্ট নিউজ): উত্তর কোরিয়া আর যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিটিং নিয়ে আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন।মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের সেন্টােসা আইল্যান্ডে সাক্ষাত করে ওয়ান-টু-ওয়ান মিটিং সেরে নিয়েছেন এই দুই শীর্ষ নেতা।

বৈঠকের জন্য নির্ধারিত সময় সকাল ৯ টার আগেই এসে হোটেলে উপস্থিত হন যুক্তরাষ্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার কিছুক্ষণ পর লিমুজিন গাড়ি চেপে বৈঠকস্থলে হাজির হন কিম।

বৈঠক শুরুর পূর্বে দুই নেতাই একে অপরের সঙ্গে হাস্যজ্জ্বোল ভঙ্গিতে করমর্দন করেন। আর ঐতিহাসিক ক্ষণটিতে সব জল্পনার অবসান ঘটিয়ে পৃথিবীকে জানান দেন শান্তির এক অপূর্ব বার্তা।

এরপরই প্রায় ৪৮ মিনিট ধরে চলে ট্রাম্প এবং কিমের ওয়ান-টু-ওয়ান মিটিং। সেখানে শুধু ট্রান্সলেটররা উপস্থিত ছিলেন।

বৈঠকের প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান-খুব, খুব ভালো একটা মিটিং। কিমের সঙ্গে চমৎকার একটা সম্পর্কের তৈরি হয়েছে।

বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমরা সফল হবো এটাই আশা করি।

প্রতিক্রিয়ায় কিম বলেন, শান্তির এক নতুন ঊষারে সূচনা হবে এখান থেকে, এটাই প্রত্যাশা।তিনি বলেন, বিদ্বেষের অতীতকে আমরা পেছেন ফেলে এসেছি।

এরপরই দ্বিপাক্ষিক ইস‌্যু নিয়ে সভায় বসেন ট্রাম্প-কিম। যেখানে দুই দেশের উপদেষ্টারা।

(জাস্ট নিউজ/জিএস/০৯৪০ঘ)