ইসরাইলি হামলা ঠেকাতে সিরিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা

ইসরাইলি হামলা ঠেকাতে সিরিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৩ জুন (জাস্ট নিউজ) : সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা প্রতিহত করতে সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

আগামী কয়েকদিনের মধ্যে গোলান মালভূমিতে অতিরিক্ত বিমান বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিরিয় সেনাবাহিনীর এক কর্মকর্তা। খবর রয়টার্সের।

ওই কর্মকর্তা বলেন, এরইমধ্যে গোলান মালভূমিতে রাশিয়ায় তৈরি ‘পান্তসির এস-ওয়ান’ মোতায়েন করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী হামলা প্রতিহত করা হবে এসব সমরাস্ত্র দিয়ে।

ইসরাইলি বাহিনী সম্প্রতি বেশ কয়েকবার সিরিয়ার বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১১৩৬ঘ.)