ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তুলবে মিসর

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তুলবে মিসর

কায়রো, ১৭ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে জাতিসংঘে একটি প্রস্তাব তুলতে যাচ্ছে মিসর। তবে যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দেবে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ব্যাপারে ট্রাম্পের একক সিদ্ধান্ত কেউ মেনে নেবে না। এ ঘোষণা আইনগত বৈধতা পাবে না বলে মনে করছে মিসর।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উঠতে যাওয়া ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমর্থনে অন্যান্য দেশ যেন জেরুজালেমে দূতাবাস স্থানান্তর না করে, সে বিষয়টিও থাকবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য মিসরের এ প্রস্তাবকে সমর্থন করলেও যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি মাসের শুরুতে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়ে শহরটিকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এর পর থেকেই ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবারও গাজা উপত্যকা ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
(জাস্ট নিউজ/ওটি/১১০৫ঘ.)