আত্মহত্যার সময় যুবককে বাঁচালেন তুর্কি প্রধানমন্ত্রী (ভিডিও)

আত্মহত্যার সময় যুবককে বাঁচালেন তুর্কি প্রধানমন্ত্রী (ভিডিও)

ঢাকা, ৮ জুলাই (জাস্ট নিউজ) : ব্রিজের রেলিংয়ের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার সময় এক ব্যক্তিকে বাঁচালেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। বিনালি ইলদ্রিম রোববার ইস্তাম্বুলের '১৫ শহীদ' ব্রিজের উপর দিয়ে গাড়িবহর নিয়ে যাবার সময় ওই ব্যক্তিকে ব্রিজের রেলিংয়ের উপর দেখতে পান। ওই দৃশ্য দেখে তিনি গাড়িবহর থামিয়ে দ্রুত তার দিকে এগিয়ে যান। ইলদ্রিম তাকে নিজের কাছে ডাকলে সে নেমে আসে।

ওই ব্যক্তি নিচে নেমে এলে ইলদ্রিম বুকে জড়িয়ে ধরেন। ওই ব্যক্তিও ইলদ্রিমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। পরে তাকে ইলদ্রিমের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে উঠেও তিনি কাঁদতে থাকেন। তার আত্মহত্যার চেষ্টার কারণ জানতে চাইলে নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করছিল বলে জানায়।

এসময় ইলদ্রিম তাকে বলেন, আমরা মুসলমান। এমন কোনো কিছু নেই যা একজন মুসলমানকে আত্মহত্যার দিকে ধাবিত করতে পারে। এমন কিছু ঘটলে তা আল্লাহর কাছে বলা দরকার।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩২৭ঘ.)