আবুধাবিতে নওয়াজ, জনগণকে পাশে থাকার আহবান

আবুধাবিতে নওয়াজ, জনগণকে পাশে থাকার আহবান

ঢাকা, ১৩ জুলাই (জাস্ট নিউজ) : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ- নওয়াজ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ লন্ডনে থেকে পাকিস্তানে ফেরার পথে আবুধাবিতে রয়েছেন।

তাদের ফ্লাইট ইত্তেহাদ এয়ারওয়েজ ইওয়াই২৪৩ পাকিস্তানের স্থানীয় সময় ৬.১৫ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তার্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও ফ্লাইট দেরি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দৈনিক ডন।

লাহোর বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হতে পারে। সেখান থেকে সম্ভবত ইসলামাবাদে আদিয়ালা জেলে হেলিক্প্টারে নিয়ে যাওয়া হবে।

এক ভিডিও বার্তায় নওয়াজ কন্যা মরিয়ম জানায়, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানের ভাগ্য পরিবর্তনের জন্য তার সমর্থকদের বিমানবন্দরে থাকতে বলেছেন।

ওই বার্তায় নওয়াজ বলেন, পাকিস্তান এখন এক সঙ্কটপূর্ণ অবস্থায় রয়েছে। আমি জানি আমার সাথে কী হতে যাচ্ছে। আমাকে ১০ বছরের জন্য কারাগারে পাঠানো হবে। কিন্তু আমি পাকিস্তানের জনগণকে জানাতে চাই আমি যা করছি তা পাকিস্তানের জন্য করছি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১২ঘ.)