যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষে নিহত ৪

ঢাকা, ১৯ জুলাই (জাস্ট নিউজ) : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মাঝ আকাশে দুইটি বিমানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মিয়ামি এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে একজন হলেন ১৯ বছর বসয়ী নিশা সেজওয়াল; তিনি ভারতীয় বলে ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল মিরালেস বলেন, আচমকা মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দ হয় এবং তাতে আগুন ধরে যায়। এক পর্যায়ে আকাশ থেকে ঘুরে ঘুরে নামতে থাকে বিমানের জ্বলন্ত অংশ। কয়েক মিনিটের মধ্যেই বিমান দুটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে মাটিতে।

সিএনএন জানায়, দুর্ঘটনার পরপরই একটি বিমান থেকে দুইজনের এবং অন্য বিমানের ধ্বংসাবশেষ থেকে আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

মিয়ামি-ডেড গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আলভ্যারো জাবালেটা বলেন, মঙ্গলবার তিনজনের মরদেহ উদ্ধারের পর রাতে অভিযান স্থগিত করা হয়। পরদিন সকালে আরেকজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রশিক্ষণের জন্য ব্যবহার হওয়া বিমানটিতে নিহতদের মধ্যে ২২ বছর বয়সী কার্লোস আলফ্রেদো ছিলেন নতুন শিক্ষার্থী। তিনি দুর্ঘটনার সময় পাইলট জর্জ সানচেজের সঙ্গে ছিলেন।

দ্বিতীয় বিমানটিও একই স্কুলের ছিল। সেটাতে পাইলট রালপাহ নাইটের সঙ্গে ছিলেন সেজওয়াল। বিমানবন্দর কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(জাস্ট নিউজ/জেআর/১৮০০ঘ.)