সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২১৫

সিরিয়ায় আইএসের হামলায় নিহত ২১৫

ঢাকা, ২৬ জুলাই (জাস্ট নিউজ) : সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী সিরিজ বোমা হামলায় কমপক্ষে ২১৫ জন নিহত হয়েছেন। বুধবার সরকারি অধ্যুষিত সুয়েইদা প্রদেশে এ হামলা চালানো হয় বলে সংবাদসংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে। নিহতদের মধ্যে ১২৭ জনই বেসামরিক নাগরিক।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণের সুয়েইদা শহর এবং উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু গ্রামে ভয়াবহ আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।জঙ্গিরা বোমা মেরে বাড়ি-ঘর উড়িয়ে দিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের হত্যা করেছে।

তবে সরকারি বাহিনীর তরফ থেকে জানানো হয়, পূর্বাঞ্চলীয় শহরে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকা পুনর্দখলের জন্য অভিযান শুরু করেছে রুশ সমর্থিত সিরীয় সরকার।

সরকারি অধ্যুষিত এলাকায় গত কয়েক মাসের মধ্যে যত হামলা চালানো হয়েছে তার মধ্যে বুধবারের সিরিজ হামলাগুলো ছিল সবচেয়ে ভয়াবহ।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮১২ঘ.)