ইমরানের সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

ইমরানের সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র

ঢাকা, ২৭ জুলাই (জাস্ট নিউজ) : ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানে নতুন সরকারের অধীনে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে এ সুযোগকে কাজে লাগাতে যায় তারা।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমনটা জানিয়েছেন।

তবে কিছু বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। অনলাইন ডন এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ওই মুখপাত্র বলেছেন, যেহেতু পাকিস্তান একটি নতুন সরকার নির্বাচিত করেছে, তাই যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবে।

ওই মুখপাত্র মত প্রকাশ, সভা সমাবেশ ও নির্বাচনের আগে মিডিয়ার স্বাধীনতায় যে টানাপড়েন ছিল সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নির্বাচনের ফল সম্পর্কে প্রশ্ন করলে ওই মুখপাত্র বলেন, পাকিস্তান নির্বাচন কমিশনের ফলের জন্য আমরা অপেক্ষা করছি। অপেক্ষা করছি পর্যবেক্ষকদের প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্টের জন্য।

(জাস্ট নিউজ/এমআই/১২২৮ঘ.)