ভারতে পাথর খনিতে বিস্ফোরণে নিহত ১১

ভারতে পাথর খনিতে বিস্ফোরণে নিহত ১১

ঢাকা, ৪ আগস্ট (জাস্ট নিউজ) : ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার হাথি বেলগালে একটি পাথর খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জি নিউজের খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই খনির ভেতর আগুন লাগলে তা নিকটবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে এবং এতে তিনটি ট্রাক্টর, একটি লরি ও দুটি চালা ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ১১ জন শ্রমিক নিহত ৫ জন আহত হন।

আরো বলা হয়, হতাহতদের সবাই উড়িষ্যার বাসিন্দা, কাজের সুবাদে তারা এখানে এসেছে। আলুরু মন্ডলের হাথি বেলগালে ওই খনিতে যখন শ্রমিকরা কাজ করছিলেন তখন ওই বিস্ফোরণ ঘটে। জেলাটিন স্টিক ব্যবহার করে খনিতে বিস্ফোরণ ঘটানোর সময় সেটির ভেতর কমপক্ষে ২০ জন শ্রমিক ছিলেন। হঠাৎ এই বিস্ফোরণে শ্রমিকরা খনির ভেতর আটকা পড়ে যায় এবং এই হতাহতের ঘটনা ঘটে।

(জাস্ট নিউজ/জেআর/১১৪৪ঘ.)