আজ ইমরান খানের শপথ হচ্ছে না

আজ ইমরান খানের শপথ হচ্ছে না

ঢাকা, ১১ আগস্ট (জাস্ট নিউজ) : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনক্ষণ পেছালেন ইমরান খান। আগামী ১৮ আগস্ট শপথ নেবেন।

শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান পিটিআই নেতা ফয়সাল জাভেদ। এর আগে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ১১ আগস্ট শপথ নেবেন ইমরান খান। খবর জিও টিভির।

গেল ২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের পিটিআই ১১৬ আসন পায়। তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তিনিই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন আগামী ১৩ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। ওই সময় পার্লামেন্টের নতুন নির্বাচিত সদস্যরা শপথ নেবেন। জাতীয় পরিষদের সদস্যরা শপথ নেয়ার পর স্পিকার, ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট নেতা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে দিনের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের কারণে বিদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মামনুন হোসেন। আগামী ১৬ থেকে ১৯ আগস্ট এডিনবার্গ সফরে থাকার কথা ছিল প্রেসিডেন্ট মামনুনের।

ওই সূত্র জানাচ্ছে, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিদেশ সফরে যাবেন প্রেসিডেন্ট।

এদিকে বৃহস্পতিবার পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন, পার্লামেন্টে ‘প্রথম দফার’ ভোটাভুটিতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন ইমরান খান।

(জাস্ট নিউজ/এমআই/১০৩৩ঘ.)