কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

ঢাকা, ১১ আগস্ট (জাস্ট নিউজ) : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় কয়েক দিনের ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। ইদুক্কি জেলার এক রিসোর্ট থেকে ৫৪ জন পর্যটককে উদ্ধার করেছে সেনাবাহিনী।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৬ বছরের মধ্যে এই প্রথম ইদুক্কি বাঁধ এলাকায় তিন মাত্রার সতর্কতা জারি করে ওয়াটার রিজার্ভারের ফটক খুলে দেওয়া হয়েছে। রিজার্ভারের পানি উচ্চতা ২ হাজার ৪০০ ফুটের বেশি হওয়ার পর গত বৃহস্পতিবার সেটির তিনটি ফটক খুলে দেওয়া হয়। এতে একাধিক নদীর পানি বেড়ে গিয়ে এলাকা প্লাবিত হয়েছে। গৃহহীন হয়েছে ৫৪ হাজার মানুষ।

বন্যাকবলিত এলাকা থেকে এরইমধ্যেই ১০ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। দিনব্যাপী উদ্ধারকাজ চলছে। ওই এলাকায় দুর্গতদের জন্য অন্তত ৫০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাশাপাশি দেশটির সেনা,নৌ ও বিমান বাহিনী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে।

এদিকে ভারতে যুক্তরাজ্যের কনস্যুলেট থেকে দেশটির সব নাগরিকদের সতর্ক করে কেরালা ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১৫৩৩ঘ.)