শপথ নিলেন ইমরান খানসহ বিজয়ী ৩২৮ পাক এমপি

শপথ নিলেন ইমরান খানসহ বিজয়ী ৩২৮ পাক এমপি

ইসলামাবাদ, ১৩ আগস্ট (জাস্ট নিউজ) : পাকিস্তানের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়া পার্লামেন্টে নিম্ন কক্ষের ৩২৮ জন সদস্য শপথ নিয়েছেন।

সোমবার তাদের শপথ গ্রহণের দিনেই দেশটির ১৫তম জাতীয় পরিষদের প্রথম অধিবেশন শুরু হয় বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়।

খবরে বলা হয়, পার্লামেন্টের বিদায়ী স্পিকার আইয়াজ সাদিক বিজয়ী এমপিদের শপথ পড়ান। এদিন সংসদ সদস্য হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী পদের অপেক্ষায় থাকা পিটিআই চেয়ারম্যান ইমরান খান, পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পাকিস্তানের সংসদের নতুন অধিবেশন শুরু হয়। এরপরই কোরআন তেলাওয়াতের পর স্পিকার নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া পড়ে শোনান। এরপর নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান বিদায়ী স্পিকার সাদিক। শপথের পর সংসদ সদস্যদের নামের আদ্যাক্ষর অনুযায়ী ক্রমিক নম্বর বরাদ্দ নিতে এক এক করে স্পিকারের ডেস্কে যান সবাই। আদ্যাক্ষর অনুযায়ী পিপিপিসহ সভাপতি আসিফ আলী জারদারি প্রথম ওই তালিকায় স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠান শেষে আগামী ১৫ আগস্ট পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। সেদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। পদ দুটিতে মনোনয়নপত্র বিতরণ করা হবে মঙ্গলবার।

গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইমরান খানের পিটিআই পেয়েছে ১১৫টি আসন। পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২২২৮ঘ.)