লিবিয়ায় জেল থেকে পালিয়েছে ৪০০ বন্দি

লিবিয়ায় জেল থেকে পালিয়েছে ৪০০ বন্দি

ঢাকা, ৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছাকাছি একটি শহরের জেল থেকে ৪০০ বন্দি পালিয়ে গেছে। রবিবার এ ঘটনা ঘটে বলে বিবিসি খবরে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, শহরটিতে মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে তীব্র সহিংসতা চলছে। বন্দিরা আইন জারা নামের ওই জেল খানার দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেঙে বেরিয়ে যায়। জেলখানার ভেতর দাঙ্গা শুরু হলে নিরাপত্তরক্ষীরা ভীত হয়ে পড়ে। এসময় বন্দিরা বের হয়ে যায়। সংঘর্ষের ঘটনায় দেশটির সরকার জরুরি অবস্থা জারি করেছে।

ওই কারাগারে বন্দিদের বেশিরভাগই দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফির সমর্থক ছিলেন। ২০১১ সালে গাদ্দাফি বিরোধী গণ-অভ্যুত্থানের সময় এসব ব্যক্তি বিক্ষোভ দমন করতে গিয়ে বহু মানুষকে হত্যা কারার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১২৪৮ঘ.)