ইরাকে সরকার বিরোধী সংঘর্ষে নিহত ৬

ইরাকে সরকার বিরোধী সংঘর্ষে নিহত ৬

ঢাকা, ৫ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : ইরাকের বাস্রা শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সরকার বিরোধীদের সংঘর্ষে দুই দিনে প্রাণ গেছে অন্তত ৬ বিক্ষোভকারীর। এই সংঘর্ষে আহত হয়েছে ২২ পুলিশ সদস্যসহ ৪০ জন।

স্থানীয় গণমাধ্যম জানায়, দীর্ঘদিনের বেকারত্ব সমস্যা, পর্যাপ্ত বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুৎ সরবরাহে ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত শহরের বাসিন্দারা।

অথচ দক্ষিণাঞ্চলীয় বাস্রা, ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর। দেশটিতে খনিজ তেলের সবচেয়ে বড় মজুদ, শিয়া মুসলিম অধ্যুষিত এ অঞ্চলেই। তারপরও সরকারি খাতগুলোতে অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে কার্যত ভঙ্গুর অঞ্চলটির অর্থনীতি।

এ অবস্থায় মৌলিক অধিকারের দাবিতে সোমবার থেকে রাজপথে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর আর সরকারি ভবন ও কার্যালয়ে পেট্রল বোমাও ছোঁড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর হলে হতাহত হয় অনেকে।

এদিকে, এই সংকট সমাধানে চেষ্টা চলছে বলে বিবৃতি দিয়েছে ইরাক সরকার।

(জাস্ট নিউজ/এমআই/১৩১২ঘ)