সিরিয়ায় পাল্টা হামলা চালাবে ফ্রান্স

সিরিয়ায় পাল্টা হামলা চালাবে ফ্রান্স

ঢাকা, ৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার কর্তৃক সিরিয়ার ইদলিবে যে অভিযান চালানো হচ্ছে সেখানে কোনরকম কেমিক্যাল অ্যাটাক হলে পাল্টা হামলা চালাবে ফ্রান্স। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির বরাত দিয়ে জানা যায়, ফ্রান্সের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ঠিক এমন ঘোষণা দিয়েছেন।

আসাদবিরোধীদের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ইদলিবে বেশ কিছু দিন যাবত হামলা চালাচ্ছে আসাদ বাহিনী এবং তাদের সমর্থকরা। তুরস্কের সীমান্তে ইদলিব প্রদেশে বসবাস প্রায় ৩০ লাখ সাধারণ মানুষের। তাই ওই এলাকায় হামলা হওয়ায় তুরস্কে অভিবাসীদের ভিড় বেড়ে যাবার সম্ভাবনা আশঙ্কাজনক।

ইতিমধ্যে ইদলিবে হামলা নিয়ে জাতিসংঘসহ বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনীরা ইদলিবে অভিযানের তীব্র বিরোধিতা করছে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/২৩৩১ঘ.)