বিজেপির ডাকা বনধে উত্তাল পশ্চিমবঙ্গ

বিজেপির ডাকা বনধে উত্তাল পশ্চিমবঙ্গ

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বাস ভাঙচুর-আগুন, পুলিশের গাড়িতে হামলা, রাস্তায় টায়ার জ্বালানো আর সড়ক-রেল অবরোধের মধ্য দিয়ে বুধবার পশ্চিমবঙ্গজুড়ে পালিত হয়েছে রাজ্য বিজেপির ডাকা বনধ। উত্তর দিনাজপুরের ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় পশ্চিমবঙ্গ বিজেপি।

আনন্দবাজার জানায়, উত্তর দিনাজপুরের ইসলামপুর, মেদিনিপুর, কোচবিহার, হাওড়ায় বেশি সংঘর্ষ হয়েছে।

সকাল থেকে একের পর এক ঘটনায় কার্যত অগ্নিগর্ভ ছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর। রাজ্য জুড়ে বিজেপি-র ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে এ দিন সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়ায় ইসলামপুরে। বন্‌ধ রুখতে পুলিশ-প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি, বন্‌ধ সফল করতে সচেষ্ট ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে একাধিক জায়গায় দফায় দফায় সংঘর্ষ ছড়ায়।

হাওড়া ময়দানের দু’টি সরকারি বাসে ভাঙচুর চালান বন্‌ধ সমর্থকরা। পাশাপাশি, মেদিনীপুরে একটি বাসে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

এ ছাড়া, এ দিন সকালে কোচবিহারের তিনটি বাসে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি থেকে।বিভিন্ন জেলায় রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি ট্রেন অবরোধের খবর মিলেছে বিভিন্ন জেলা থেকে।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৯১৪ঘ.)