মিশরে গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ৯

মিশরে গির্জায় বন্দুকধারীর হামলা, নিহত ৯

কায়রো, ২৯ ডিসেম্বর (জাস্ট নিউজ) : মিশরের রাজধানী কায়রোর কাছে কপটিক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান।

দক্ষিণ কায়রোর হেলওয়ান শহরের মারমিনা গির্জায় প্রবেশের চেষ্টাকালে বন্দুকধারীদের হামলায় ৫ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে। হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

দোহা ইন্সটিটিউটের নিরাপত্তা অধ্যয়নের অতিথি শিক্ষক ওমর আসওয়ার আল জাজিরাকে বলেন, এ হামলা মিশরে চলমান সংকটের অংশ। তিনি আরো বলেন, এ ধরনের হামলার পরিমাণ বেড়েই চলছে। গত ৩ বছরে মিশরে ২ হাজার হামলার ঘটনা ঘটেছে। ২০১৩ সালের পর থেকে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

(জাস্ট নিউজ/ডেস্ক/একে/১৮৪৫ঘ.)