কাতারে কোরআন প্রতিযোগীতায় বিজয়ী বাংলাদেশী সাইয়্যেদ

কাতারে কোরআন প্রতিযোগীতায় বিজয়ী বাংলাদেশী সাইয়্যেদ

ঢাকা, ১২ ডিসেম্বর (জাস্ট নিউজ) : কাতারের দোহায় অনুষ্ঠিত ২৫তম ‘শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানি হিফজুল কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ।

গত মঙ্গলবার কাতারের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে (সাধারণ) প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ সাইয়্যেদ ইসলাম মোহাম্মদ পুরস্কার হিসেবে এক লাখ রিয়াল ও আন্তর্জাতিক সনদ লাভ করেন।

বাংলাদেশি মুদ্রায় এর পুরস্কারপ্রাপ্ত অর্থের পরিমাণ প্রায় ২৪ লাখ টাকা। সাইয়্যেদ সিলেটের সদর উপজেলার লাখাউড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল আসলামের ছেলে।

(জাস্ট নিউজ/এমজে/১৯০৫ঘ.)