আগুন নেভাতে যে দোয়া পড়বেন

আগুন নেভাতে যে দোয়া পড়বেন

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রেণে চেষ্টা করছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে টাওয়ারের ৯ তলায় আগুন লাগে।

ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে। ওপর থেকে হেলিকপ্টার দিয়েও আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। আড়াই ঘণ্টার চেষ্টায় এখনও আগুন নেভাবে পুরোপুরি সক্ষম হয়নি ফায়ার সার্ভিসের সদস্যরা।

এমন অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেতে মহান আল্লাহর স্মরণের বিকল্প নেই।

তাই কোথাও আগুন লাগলে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা জরুরি। হযরত ইব্রাহীম (আ:) কে আগুনে ফেলেছিল নমরুদ। তবে মহান আল্লাহর ইচ্ছায় সেই তীব্র আগুন ইব্রাহীম (আ:) এর জন্য ফুলের বিছানায় পরিণত হয়ে যায়।

আল কোরআন সূত্রে, সেসময় হজরত ইবরাহিম আলাইহিস সালামকে স্পর্শ না করতে আগুনকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন অগ্নিুকাণ্ডের সময় সে আয়াত পাঠ করেই আল্লাহর সাহায্য কামনা করতে বলা হয়েছে।

আয়াতটি হলো -

يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيمَ

উচ্চারণ : ‘ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইবরাহিম।’

অর্থ : হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’

এছাড়াও ইসলামী স্কলাররা বলেছেন আগুন লাগলে আজান দিতে। আগুনের প্রকোপ বেড়ে গেলে উচ্চ স্বরে আগুন নেভানোর নিয়তে আজান দিলেও আল্লাহর রহমতে আগুন নিভে যায়।

এমআই