আপনার জিজ্ঞাসা

ফরজ গোসল না করে শুধু অজু করে নামাজ পড়া যাবে?

ফরজ গোসল না করে শুধু অজু করে নামাজ পড়া যাবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ৫৫৬তম পর্বে কোনো কারণে ফরজ গোসল না করে শুধু অজু করে ওয়াক্তের নামাজ পড়া যাবে কি না, সে বিষয়ে নরসিংদী থেকে টেলিফোনের মাধ্যমে জানতে চেয়েছেন বিক্রম। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন: কোনো কারণে ফরজ গোসল দিতে না পারলে শুধু অজু করে বা তায়াম্মুম করে কি ওয়াক্তের নামাজ পড়া যাবে?

উত্তর: প্রথমে আপনি গোসল করবেন, তারপর সালাত আদায় করবেন। নাপাক অবস্থায় সালাত আদায় করার কোনো সুযোগ নেই। অপবিত্র অবস্থায় আল্লাহ বান্দার কোনো সালাত কবুল করেন না। ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকলেও আগে গোসল করে তারপর সালাত আদায় করবেন এবং দেরি হওয়ার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।

এমআই