মাথা না ধুলে ফরজ গোসল হবে?

মাথা না ধুলে ফরজ গোসল হবে?

ঢাকা, ৪ মার্চ (জাস্ট নিউজ) : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৯তম পর্বে সহবাসের পর গোসলে মাথায় পানি না ঢাললে ফরজ গোসল হবে কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে টেলিফোন করেছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ফরজ গোসল করার সময় স্ত্রী যদি মাথায় পানি ঢেলে সম্পূর্ণরূপে না ধোয়, তাহলে গোসল হবে কি না?

উত্তর : শুধু মাথা নয়, অবশ্যই পরিপূর্ণরূপে সারা শরীর ধুয়ে পরিষ্কার করতে হবে। শরিয়া অনুযায়ী গোসলের যে রুকুন রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পুরা শরীর ভেজানো। সে ক্ষেত্রে মাথায় পানি ঢালতেই হবে, পরিপূর্ণরূপে ভেজাতে হবে। এটা রুকনের মধ্যে অন্তর্ভুক্ত। তাই মাথা না ভেজালে গোসল হবে না।

তবে ওজরের মাসালা সম্পূর্ণ ভিন্ন। তাই যদি কারো ওজর থাকে, তার ক্ষেত্রে মাসালা সম্পূর্ণ ভিন্ন হবে। মাথা পরিপূর্ণরূপে না ধুলেও তার গোসল হয়ে যাবে।

(জাস্ট নিউজ/এমআই/১৬১১ঘ.)