জিন আর শয়তান কি একই, এদের কি মৃত্যু হয়?

জিন আর শয়তান কি একই, এদের কি মৃত্যু হয়?

ঢাকা, ৫ মার্চ (জাস্ট নিউজ) : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমাবারের বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৯তম পর্বে, জিন ও শয়তান একই জাতি কি না এবং জিনদেরও মানুষের মতো মৃত্যু হয় কি না, সে সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকার উত্তরা থেকে টেলিফোন করেছেন রাজিয়া। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : জিন আর শয়তান কি একই, এদের কি মৃত্যু হয়?

উত্তর : হ্যাঁ, জিন ও শয়তান একই জাতি বা একই ধরনের সৃষ্টি। আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন, ‘শয়তান মূলত জিন জাতির মধ্যে অন্তর্ভুক্ত।’

জিন জাতির মধ্যে শয়তান থাকে, তবে সব জিনই শয়তান নয় এবং মানুষের জন্য যেমন মৃত্যু অবধারিত একটি বিষয়, অনুরূপভাবে জিন ও শয়তানদের জন্যও অবধারিত একটি বিষয়। শুধু ইবলিশকে আল্লাহু সুবহানাহুতায়ালা একেবারে কেয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে অবকাশপ্রাপ্ত।

মানবজাতির মধ্যে যেমন ভালো-মন্দ আছে, তেমনি জিনদের মধ্যেও ইমানদার আছে, আবার বেইমানও আছে।

(জাস্ট নিউজ/এমআই/১১২৯ঘ.)