আপনার জিজ্ঞাসা

হরিণের গোশত খাওয়া কি জায়েজ?

হরিণের গোশত খাওয়া কি জায়েজ?

ঢাকা, ২৫ জুলাই (জাস্ট নিউজ) : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. আবুল কালাম আজাদ।

আপনার জিজ্ঞাসার ২১৪২ তম পর্বে হরিণে গোশত খাওয়া যাবে কি না, সে সম্পর্কে শনির আখড়া, ঢাকা থেকে চিঠিতে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন: হরিণের গোশত খাওয়া কি জায়েজ?

উত্তর: হরিণের মাংস খাওয়া জায়েজ আছে। কারণ, হরিণ কোনো হিংস্র প্রাণী নয়। হরিণ একটি নিরীহ প্রাণী এবং এটি খাওয়ার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই।

শরিয়তের মূল বক্তব্যই হলো, যেকোনো জিনিসের মৌলিকত্ব হচ্ছে সেটি হালাল, তার বিপরীতে হারাম সাব্যস্ত হয় এমন দলিল যদি পাওয়া না যায়, তাহলে সেটিকে হালাল হিসেবেই গ্রহণ করতে হবে। আমরা জানি, সৃষ্টি জগতের সবকিছুই মোবাহ, যদি না সেটা হারাম হয়।

(জাস্ট নিউজ/এমআই/১৭০০ঘ.)