খিদে

খিদে

খিদে

মিতা আলী


হাজার খিদের রকম ফেরে
গোলক ধাঁধার মত,
পাক দিয়ে যায়
খিদেরা সব
চরকি চালাক যত।
চোখের খিদে,পেটের খিদে,
ডাল ভাতের মতন সেই
নিষিদ্ধ এক অসীম খিদে।
কি আর হবে বলো-
মৃত্যু মিছিল ছুঁয়ে যাবে
চরম অভাব দিলো।
আর করো না ছল
খিদের মিছিল হচ্ছে ভারী
মানবতার ঢল।